অবাক হয়ে হাত ছুঁয়েছি এখন উপায় কি,
জমিয়ে রাখা ইচ্ছেগুলো লুকিয়ে রেখেছি।
শীতল মনে ছড়িয়ে পড়া মন ফাগুনের বন ,
জলের ধারা নিবিড় করে ছুঁয়ে যায় যে মন।
আসবে কখন বল তুমি  অচিন পুরের রথে,
ক্লান্ত দুপুর যায় যে বয়ে, লড়াই মনের সাথে।
বর্ষা  লাফায় তৃষ্ণা জাগায় – উষ্ণতারই আগুন,
কৃষ্ণচূড়ার লাল রং টা মনে ধরায় ফাগুন।
একটুখানি ভাবতে গিয়ে লুকিয়ে থাকা ব্যথা,
ঘায়েল করে অটল আকাশ মুড়িয়ে জরির ফিতা।