প্যাঁচার তীব্র চিৎকার আর কোটি মনের অভিশাপকে
দূরে ঠেলে,
পোস্ট মর্টেম রিপোর্ট দিয়েছে বি এম এ ।
মেডিক্যালের প্রশ্ন ফাঁসের অভিযোগ ভিত্তিহীন।
পরস্পরের দিকে তাকিয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ।
তাহলে মিছিলে শীতল কালো
পুলিশের লাঠিচার্জ ধস্তাধস্তি,
চুল চেপে ঘাড় মটকানো সবই অহেতুক।
প্রতিভা আর প্রানের স্বপ্ন নিয়ে যখন
বীজ বুনে যাচ্ছিল,
প্রশ্ন ফাঁস তখন জ্বালা ধরাল অগ্নিগিরির বুকে।
মিছিলে মিছিলে টগবগ কণ্ঠ,
ভর দুপুরে মরিয়া হয়ে
আঘাতের পরে আঘাত ,
ওদের চুলগুলো ও তখন পুলিশের অধীন।
তারপর ছেঁড়ে খোঁড়ে হৃদয়হীনের মতো জানান দিল,
প্রশ্ন পত্র ফাঁসের অভিযোগ ভিত্তিহীন।
দেশকে কেউ ভালবাসছে না তাই
রটিয়ে বেড়াচ্ছে যত দুর্নাম ।
হোসেনি দালান এলাকায় তাজিয়া মিছিলে হামলা।
ছড়িয়ে ছিটিয়ে আছে আহতদের স্যান্ডেল
দু হাতে ব্যান্ডেজ নিয়ে মায়ের পাশে বসে কাঁদছে
হাসান।
র‍্যাবের মহড়া, মন্ত্রীদের কথকতা।
গভীর রাতে হঠাৎ বোমাবাজির পর,
মৃত্যুর স্তব্ধতায় ভৌতিক বাড়ির মতো
শান্ত হল সব।
স্টেথিসকোপ ঝুলিয়ে আবার একসময়
হয়তো কেউ বলবে ,
সেদিনের গভীর রাতে ঘটে যাওয়া
সব ই ভিত্তিহীন ,
সামান্য বজ্রপাত ছিল মাত্র।
আমাদের হাতে এইমাত্র আসা
পোস্টমর্টেম রিপোর্ট তাই বলে।