একটুখানি দাঁড়াও না সময়
কথা বলে যাও,
একটু আশার আলো দিয়ে
আঁধার টাকে নাও।


রাত জাগতে শেখাও আমায়
ভাবতে শেখাও বেশী,
মনের বিশাদ তৃষ্ণা নেভাও
হিংস্রতা যাক ভাসি ।


সমুদ্র ঢেউ থেমে যাক
আমার ঝাপসা চোখে ,
অস্ত্র ফেলে শান্তির বানী
জাগুক সবার মুখে।


মর্গে এখন হয় না যেতে
লাশ থাকে যে পথে,
চোখের তলায় নোনা স্রোত
মৃত্যু ইশারাতে।