আমার কথা তুমি ছুঁয়ে দিলে হয়ে যায় গল্প।
            মেঘে মেঘে লুকোচুরি খেলে
এক সময় ঠাই মেলে আকাশে ।
ভালবাসার ঝুম ঝুম বৃষ্টি হয়ে
             গড়িয়ে পরে মমতায় ।
      দুলে উঠে আমার মন।


নিজের ভিতরে লুকিয়ে রাখা দুঃখ গুলো
                  তুমি ছুঁয়ে দিলে
বৃষ্টি হয়ে চোখের কোনে সৃষ্টি হয়
        এক মহাসমুদ্র।
শত যুগের জমাট অভিমান
দুঃখ বৃষ্টি হয়ে কলকলিয়ে ছুটে চলে অজানায়।


বেদনায় নীল হয়ে  যাওয়া অন্ধ স্বপ্নেরা যখন একাকী নিরাশ্রয়
            তুমি ছুঁয়ে দিলে
লক্ষ প্রজাপতি হয়ে মেঘের তরলে
     ভাসতে থাকে অজানা মহিমায়।
অনেকগুলো শব্দের গুঁড়ো একসাথে মিসে
   বানিয়ে দেয় কোন অজানা বাক্য,
                    হারিয়ে ফেলি নিজেকে।
অন্ধ বাউলের কণ্ঠের মুগ্ধতায় তখন
           বুক জুড়ে বয়ে চলে কষ্টের নদী।
ঈর্ষাহীন স্বপ্ন নিয়ে জোছনার প্লেটে মালা গাঁথি।