জিহাদ নীরব ফাঁদে মরে
ফাঁদ গুলো সব খোলা ,
ফেসবুক হায় বন্ধ করে
খুঁজে কত উছিলা ।


কানা মাছি ভোঁ ভোঁ
নীরব জিহাদ খেলে,
কেমন তর মানুষ আমরা
ম্যানহোলে দেই ফেলে।  


বড়রা কত বড় হয়ে
দুর্নীতিতে ঠাই,
উত্তাল করা দুদক বলে
দুর্নীতি না ছাই।


গনতন্ত্রের এই যে হাল
আমলারা সব গুরু ,
কাউকে তো আসতেই হবে
করতে নতুন শুরু।


আমলা দুদক ঐন্দ্রজালিক
সতেজ তাদের চেয়ার,
দেশ টাকে তাই রাখছে করে
দুর্নীতির ই খোঁয়াড় ।


কিছু কিছু সাহস নিয়ে
এগিয়ে আসতে হয়,
দেশ খেকো এই মানুষ গুলোকেই
এখন যত ভয়।