আমি তোমার কাছে ততোটা ঋণী নই
কিন্তু তবুও,
তবু ও তোমাকে আমার মনে রাখতেই হবে।
তোমার চোখে চোখ রেখে
সময়ের আকাশে এঁকেছি নীলাকাশ,
ছুটে চলেছি একপ্রান্ত থেকে অন্য প্রান্তে।
অপ্রেম থেকে ফিরে এসে মগ্ন হয়েছি প্রেমে।
অত্যন্ত ঠাণ্ডা মাথায়
নিজের সাথে যুদ্ধ করে,
তোমার কাছে নতজানু হয়েছি।
পৃথিবীর বুকে তুমি আমার শেষ স্বপ্ন।
বুক জুড়ে শুধু রক্তের ক্ষত।
কি নিপুন ক্ষত বানিয়ে
রক্ত ছিটানো ফুল দিয়ে,
সোনার থালায় পূজা দিয়েছ।
চোখের পাতায় মিশে রয়েছ ছায়ার মতো।
ভালবাসার জন্য হাতের মুঠোয় প্রান নিয়েছি,
কি দুঃসাহসে চোখে চোখ রেখেছি।
ছন্দহীন হতে হতে স্বপ্নের ঝিকি মিকি আঁকা চোখে
জীবন বসন্তের সূর্যালোকে ধুপের মতো জ্বলতে চেয়েছি।
তবু ও রাশি রাশি শিরোনামহীন ভাবনাকে
খুন করে,
পালিয়ে গেলে স্বপ্নহীন রাতের দুর্গম গুহায়।