প্রথম ফাল্গুনে কৃষ্ণচূড়ার রঙে রাঙিয়েছে পৃথিবী।
রোদের শিখা কৃষ্ণচূড়ার লালে মিলে
পুড়ছে মন, হারিয়ে ফেলেছি খেই।


বাগান জুড়ে ফুল ফুটেছে।
তরুন তরুণীর ভালোবাসার শব্দে
   আজ পৃথিবী উজার।
ভয়ের হাতকড়া পরে
শব্দ খুঁজে বেড়াই আমি এক ক্ষুধার্ত।


চঞ্চল তরুণীর ভালোবাসার কণ্ঠে
আমার শব্দ হার মানে।
মনের অলিগলি হাতরে কোন শব্দের খোঁজ  মিলে না।


রোদরঙা খামে বসন্তের ভালবাসা নিয়ে
দূয়ারে দাঁড়িয়েছে ফাল্গুন।
লাল হলুদের  কোলাহলে আজ
শুন্য মাঠ, স্তব্ধ পার্ক জেগে উঠেছে।
বাতাসের গোপন কপাট খুলে ওরা চেটে খাবে স্বপ্ন আজ।


প্রজাপতির পাখায় ভর করে মেঘমালার কাব্য হাতে,
প্রকৃতিকে শিহরিত করে ,বাসন্তী শাড়ি জড়িয়ে
আগুন ঝরা ঝাপসা চোখে,
তোমার উত্তপ্ত আগমনে আমি অভিভূত।