চোখে অজস্র ঘুম
    মুখে একরাশ হাসি
      আর বুকে সংকেত হীন কঠিন জ্বালা নিয়ে
৪ মার্চ আমাদের দ্বারে দাঁড়িয়ে।


১৯৭১ সালের এই দিনটি ছিল
শোষিত বাঙালীর মুক্তির জন্য
    হরতালের তৃতীয় দিন।
আমরা তোমাকে শ্রদ্ধায় স্মরণ করি।


স্বাধীনতার আকাঙ্খায় আচমকা জেগে উঠা
              নির্মল মানুষগুলো,
লাল সিগন্যাল জ্বেলে উঠাকে উপেক্ষা করে
সামরিক জান্তার সান্ধ্য আইন ভঙ্গ করে।


শিউরে উঠেছে, তবু রাজপথে নেমে এসেছে,
প্রতিবাদের পোষ্টারে ছেয়ে গেছে রাজপথ।
রেডিও পাকিস্থান ঢাকার  নাম পরিবর্তন করে
          জন্ম দিয়েছে ঢাকা বেতার কেন্দ্রের।


স্বাধীনতার সৈনিকরা ঐন্দ্রজালিকের মতো
      রক্ষা করতে চেয়েছে,
  বাংলাদেশ নামের এক ফুটন্ত গোলাপের।
খতম করতে চেয়েছে, হামলা কারী শত্রু সৈন্যকে।


ভয়ে ভয়ে কেটেছে কত দিন রাত,
বীর বাঙালী দ্রোহে- ক্ষোভে
         ফুঁসে উঠেছে বার বার,
                 নির্মম নিষ্ঠুর ভাবে।