তোমাকে ভুলতে গিয়ে রক্তক্ষরণ হয়েছে কতবার,
নিজের অন্তরের গভীরের অপ্রকাশিত স্পন্দন
      শুনেছি নিজের কানে।
তোমাকে অতিক্রম করার দুঃসাহস
তোমাতেই মিশিয়ে দেয় নিঃশ্বাসে প্রশ্বাসে।
স্বর্গের সিঁড়িটা এক সাথে বাইবার শখ থেকেই
জড়িয়ে রেখেছ তোমার কাঁটায়।


তোমাকে ভুলতে গিয়ে পবিত্রতার একটা জলের ধারা
        দেখেছি তোমার চোখে।
একেই বলে আত্মার কান্না।
পালানো শব্দের খোঁজে নিজেকে জড়িয়ে ফেলে
শুন্যের সমুদ্র থেকে নিজেকে ফিরিয়ে আনি
        কি জানি কি মনে করে।


কংক্রিটের এই নগরে
        জমে থাকা শিশিরের বুক থেকে
          ভেজা চোখের বাউলা বাতাস
তোমাকে কি ভুলতে দিবে আমায়।