চৈত্র তুমি সেজেছ কেন
হলুদ রক্তিম সাজে,
   তোলপাড় করা যুগল চোখ যে
মুগ্ধ তোমার মাঝে।


রং ছড়িয়ে হলুদ সবুজ
   মেলেছ দগ্ধ ডানা,
তোমার সঙ্গে ই দিব্বি জীবন
কোথাও যেতে মানা।


তোমার মায়ায় বন্দী আমি
  কৃষ্ণচূড়ায় লাল,
ঋতুচক্রের শেষ আবর্তে
রাঙ্গছে বসন্ত কাল।


চৈত্রে যখন মুকুল সুভাস
  মুহু মুহু ঘ্রান,
হৃদয় স্বপ্নে বিভোর আমি
গাই বসন্তের গান।