সহস্র বছর ধরে আমি দাঁড়িয়ে আছি।
লক্ষ কোটি শিশির চপল চঞ্চল হয়ে,
আমার অস্তিত্বে আলোড়ন ছড়ায়।
কি তীব্র আকুলতা নিয়ে
   কড়া নারে, ভাটিয়ালি গান ধরে
        সবুজ বাতায়নে।
তোমাকে ছুলে সমুদ্র টা হবে আমার।
   আর সমুদ্র ছুঁয়ে যাওয়া আকাশটা
তোমার সুখ দুঃখের কথা শুনবে,
          মনোযোগ দিয়ে।