এদ্দিন বন্ধু কোথায় ছিলি, আসিস নি ক্যান আগে,
আড়ালে লুকানো মুখটা তোর, সরল হাসি জাগে।


রক্ত জবার মালা হাতে, দাঁড়িয়ে ছিলাম জানিস,
কেঁদে কেটে দিন যে গেছে, লোকের মুখে শুনিস।


ঘুরে বেড়াই মেঘের রাজ্যে, বৃষ্টি ফোটায় ভরে,
তপ্ত সকাল স্নিগ্ধ রোদে, হাত টা রাখিস ধরে।


মাতাল মলিন স্মৃতি গুলো, অতীত হয়ে ই রয়,
ক্ষোভ ছিলনা কষ্ট ছিল, সাথে ছিল ভয়।


কত শত খুনসুটি আর, আড্ডা রাশি রাশি,
অজুহাতে ঝগড়াজাটি, পানসে কথায় হাসি।


ডুব সাঁতারে এপার ওপার, মনে আছে সেই কবে,
বলেছিলাম তুই-মরে গেলে, কষ্ট অনেক হবে।


এই কথা যেই শুনলি তুই, চোখ ভরে তোর জল,
তুই যে আমার বন্ধু ছাড়া, আর কে আছে বল।