ইলিশ মাছের ত্রিশ কাঁটা,
বোয়াল মাছের দাড়ি,
এই বৈশাখে দাওয়াত দিলাম,
এসো আমার বাড়ি।


পান্তা ভাতের সাথে আছে
চিংড়ি মাছের ভর্তা,
ইলিশ মাছ দেয়নি এনে
আমার বাড়ির কর্তা।


দামের দোহাই দিয়ে সে যে
চলে গেল সরি,
কি যে এখন দিব খেতে
মেহমান এলে বাড়ি।


ইলিশ ছাড়া বৈশাখ মাস
কেমন করে চলে,
যতই বলি ইলিশ আনো
আনব না সে বলে।


স্যালুট তোমায় পদ্মা নদী
জিতে গেল কর্তা।
এই বৈশাখ টা পার করব
খেয়ে চিংড়ি ভর্তা।