আসল ব্যাপারটা তোমাকে বলতে
কখনো আমি দ্বিধা করিনি যে,
তোমার চোখের কোনায় জমে থাকা আলোতে
আমি রোদ্দুর খুঁজে পাই।
সেই চোখের আলোর মায়াবী নৃত্যের ছোঁয়া
স্বপ্নের প্রতিশ্রুতি হয়ে,
অসমাপ্ত আমি কে ক্ষণে ক্ষণে
অভিমানী করে তোলে।
মেঘলা ক্ষণে ঝরে পরে
জীবন থেকে হারিয়ে যাওয়া কিছু অনুভূতি,
এলোমেলো ইচ্ছে ঘুড়িটা একান্তে
আমার নীল হৃদয়ে ডানা মেলে উড়ে বেড়ায়।
নির্জনতে ভেঙ্গে তোমার আকাঙ্খায়
ডুবে যাই গাঢ়তর এক স্বপ্নে।
বুকের বাম পাঁজরে ফোঁটা ফোঁটা কষ্ট
রোদ আর বৃষ্টিকে এক করে দেয়,
মগজের মাস্তুলে স্মৃতিভেজা কিছু কষ্ট
আমাকে অসান্ত করে তোলে।
হাত বাড়িয়ে তোমাকে ছুঁতে চাই
অযুত নিযুত কোটি স্বপ্নে।