চার চারটে মহাকাব্য সমগ্র পৃথিবী জুড়ে---
অজুহাত একটাই খাড়া...দায়ী নাকি নারী !!
রচয়িতা যাঁরা,মহান পুরুষ...নত করি মাথা...
একটা প্রশ্ন...কেন নারীকে দায়ী করা অযথা !!

মহামুনি বাল্মিকী...মহাকবি ব্যসদেব ,
সীতা আর দ্রৌপদী হল কিনা প্রধান চরিত্র...!!
সীতা কেন্দ্রিক যত ঘটনা সব পুরুষ কৃত ,
সীতা হলেন সেই পুরুষ রাবণ দ্বারা অপহৃত ।

মহামুনি বাল্মিকীর রঞ্জনে পুরুষ শ্রেষ্ঠ রাবণ
মারীচের স্বর্ণমৃগর রূপধারণ তো প্রতারণা !!
শূর্পনখাকে রক্তাক্ত করলো বীরবিক্রম লক্ষ্মণ...
সীতার সতীত্বে প্রমাণ নারীকে অপমান বিলক্ষণ ।

কত অপমান করেছ নারীকে বুঝেছ কি...!!
কবি ব্যস লেখনী সাজিয়েছ আঠারোটা পর্বে...
কর্ণের জন্মবৃত্তান্ত...কুমারী কুন্তির গর্ভধারণ...!!
কার জন্য ! কে দায়ী ! নারী ! কার দায় বহন...!!!

পরিকল্পনা মাফিক পাশাতে পণ ধরা কাকে...!!
তুমিই শিখিয়েছ কবি নারী তখনো পণ্য ছিল ,
দ্রৌপ্রদীর বস্ত্রহরণ দুঃশাসনের উরু প্রদর্শন---
কি বার্তা দেয় সমাজকে !কবি তোমারই লিখন...!!

মহাকবি হোমার হেলেনকেই করলে দায়ী...!!
ট্রয়ের আগুনের লেলিহান শিখা কার জন্য...!!
গ্রীক সেনাদের নির্মমতার প্রকট উদাহরণ ---
তোমরা পুরুষ ,সর্ব শক্তিমান...পুরুষত্ব আহরণ !!

প্রকারান্তরে দায় বর্তায় সব পুরুষের উপর---
নারী তো একটা উপলক্ষ মাত্র কবিশ্রেষ্ঠগণ ,
তোমাদের খাগের কলমের তালপাতায় আঁচড়ে...
প্রতিটি মহাকাব্যে লিখেছ নারীকে দায়ী করে ।

বোঝাতে চেয়েছ সব কিছুর মূলে সেই নারী---
অপমান করতে চেয়েছ নারীকেই বারবার ,
হায়রে পুরুষ তোমাদের এত অহং বোধ কেন...!!
প্রকারান্তরে হোতা কিন্তু তোমরাই...এটা জেনো ॥

•••••••••••••••••••#ঝুমুর #বিশ্বাস ২৫|৮|১৯•••••••••••••••••••••