**হালের হালচাল**
   **********
আলু, পটল ,বেগুন ,মূলো ,লঙ্কা----সস্তায় সব দেবো ,
কাটোয়ার ডাঁটাও আছে ,আরও যে আছে কুমড়ো ।

হিঞ্চে পালং পুঁই নটে কিংবা করলা তাও -
ও মেয়ে তুমি যেটা ইচ্ছে তুলে সেটাই নাও ।

দাম বেশী নয় করো যাচাই বাজারখানা ঘুরে ,
শাক-সব্জী সবই তখন বিকোতো কিলো দরে ।

ফুলকপি আর বাঁধাকপি বিক্রি হ'ত গুনতিতে ।
ভর্তি থলে টানা যে দায়----পাঁচ কিংবা দশ টাকাতে ।

দিন চলে যায় জলের মত বছরও যায় চলে----
বাজার এখন করতে গেলে ব্যাগ ভরে না মোটে ।

এখন আর বলে না তো কিলো কিলো দর
এত টাকা শ'তো অত টাকাতে দুশো !!! মাথা চুলকে মর ।

নেবেন-নেবেন-না নেবেন-না নেবেন--এমনই সব ভাব ,
সব্জীওয়ালার নখদর্পনে----ক্রেতাদের হাবভাব ।

আজব লাগে এলো কি দিন বেগুন তেল মাখে
ঝিঙে পটল ডুব মেরেছে----তুঁতে রঙা জলে ।

মনকাড়ানো মনমোহিনী টমেটোগুলোও--বেশ দেখতে--
কাঁচাই ওঠে জমি থেকে--এক রোদ খায় হর্মোন মেখে ।

আলু আবার মহাদেব----গায়ে মেখে মাটি ,
আদা-রসুন মিচকে হাসে ,পেঁয়াজের অট্টহাসি ।

আগুন লেগেছে মাছ বাজারে - মাটন্ আকাশছোঁয়া ,
ভালো মন্দে দিন কেটে যায়---ব্যবসায়ীর বারো পোয়া ।

খুব সাবধান কিনতে চাল---আহা পালিশ্ বাহারী !!!!
পালিশ্ নয় ,পালিশ্ নয় , মেখেছে অ্যাস্বেসটসের গুঁড়ী ।

আপেল ভায়া মেখেছে গায়ে মোমের পাতলা প্রলেপ---
ধারালো কিছু দিয়ে চেঁছে দেখ পাবে মোমের লেপ ।।

তরমুজের বাহারী অন্দর লাল টুকটুক--মন লোলুপ...
স্যাকারীন আর হর্মোনের পরশ সেথা সবাই মানুক...।।

মাছের মুখে রঙ এক ফোঁটা কাটলে দেখায় তাজা ...
যতই ধোয়া হোক না কেন হয় না সে তো সাদা ।

তাই বলে ভাই কেউ দিও না বাদ আনাজ-পাতি খেতে
ঘন্টাখানেক ডুবিয়ে রাখো ঈষদুষ্ণ জলে ।

রঙ বেরঙের শাক-সব্জি সাধ্যমত ফল কাঁচা-পাকা
দৈনন্দিন খাদ্যতালিকায় অবশ্যই উচিৎ রাখা ।