মাঝদরিয়ায় নাওটি ভাসে এ কূল ও কূল দূর
চারিদিকে জল থই থই কূলহীন সমুদ্দুর ,
উথাল পাথাল লহর রাশি নাওটি টলমল
বৃথায় বুঝি সামাল দেওয়া উছলে আসে জল ।


শক্তি ক্রমেই হচ্ছে ক্ষীণ হাল ধরা দু-হাত ঢিল
বাইতে খেয়া পথটি দেখায় উড়ন্ত গাঙচিল ,
ঝাপসা দৃষ্টি দেখছি হোথায় দূরে পারের দিশা
বুঝতে পারি সামনে হাজির নিখাদ অমানিশা ।


অনেক হ'ল খেয়া বাওয়া হেঁটেছি অনেক পথ
দেখতে দেখতে আসবে নেমে সাধের মনরথ ,
পথের দিশা দেখান প্রভূ আঁধারের পথ ঘুরে
রইবে পরে পারের তরী স্মৃতির মোড়কে মুড়ে ॥