পাখির বাসা বুনন ঠাঁসা
শিল্পীর কল্পনায় ,
ভূমির নাশ সভ্যতা গ্রাস       |    চাষও নেই আহার নেই
সে দিন দূরে নাই ।            |      পেটটা খালি দানা ,
পাখার মত থাকবে ডানা      |    অতিসত্ত্বর দেখা এ দিন
উড়েই ওঠানামা ,              |         যাচ্ছে কি ভাই মানা ।
পালক দিয়ে শরীর ঢাকা      |  হারিয়ে যাচ্ছে সবুজ দৃশ্য
বেকার প্যান্টজামা ।           |       কংক্রীটের যে মেলা ,
চাষের জমি খাতায় লেখা     |   এখনো জেনো সময় আছে
হালের পানি ভোগে ,          |       সাবধানে পা ফেলা ।
বাজার খালি খাবার দ্রব্য      |  মিলবো সবে একটি মতে
শরীর খাবে রোগে ।           |       বলবো এক সনে ,
                                   |     সবুজ চাই সুস্থতা চাই
                                   |         থাকুক শান্তি মনে ।