***#স্মৃতিচারণ***
====================

উদাসী মনে যাই আজ ফিরে...
হারানো সেই দিনগুলিতে ,
ফেলে আসা সে সব দিনে---
মেটে-পিদিম জ্বলতো তুলসীথানে ।

লম্ফটা গাছায় চেপে...
থাকতো ব'সে একধারেতে ,
দিতো আলো সাধ্যিমত---
উনানধারে রান্নাশালে ।

হ্যারিকেনের আলোয় পড়া...
আলো নিয়েই কাড়াকাড়ি ,
একদিকে আলো একটু বেশী---
অন্যদিকে আঁধার ভারি ।

টেবিলল্যাম্প বলছি বটে...
বিজলীবাতি সে নয় ,
কেরোসিনে পেট ভরাতো---
কাচের জামা তার গা'য় ।

হ্যাজাক কোথাও নেই কো দেখা...
জ্বলতো হৃদয় জ্বেলে ,
কষিয়ে যতই দিতো পাম্প---
বাড়তো আলো অবহেলে ।

একটি বাতি জ্বালতো আলো...
কারবাইট টা গিলে ,
রাত গভীরে নিশ্চিত ঘুম---
মিনি ল্যাম্পের কোলে ।

রান্নাঘরের শিকে টা নেই...
উঠেছে এখন শিকেই ,
কথা-অকথাই এমনি কি আর---
ব্যবহারী---মনের ভুলেই ।

কাঁসা-পিতল বাক্স বন্দী...
পিতলে ছোপে ভরা ,
আগের দিনে মাজতে গেলে---
তেঁতুল-মাটি বাঁধাধরা ।

জল ভ'রতে কলসী কাঁখে...
উধাও গ্রাম্যবধূ ,
গ্রামে গ্রামে সজলধারা---
হাতছানি দেয় শুধু ॥

‌****#ঝুমুর #বিশ্বাস ২০|৮|১৮ ***