==মাঝি==
এন আই জীবন


মাঝি তোমার নায়ে
পার হয়েছে কতো জনে,
রেখেছো কয় জনেরে মনে?
তাদেরও তো ছিল বিরহ বেদনা।


তোমার নায়ে কতো আনন্দ বেদনা
দিনে দিনে সবাই পার হয়ে যায়,
বোবা জল স্মৃতি বয়ে বেড়ায়।


একদিন তুমিও যাবে পার হয়ে
আসবে আবার নতুন মাঝি,
স্মৃতির ভান্ডার শুধু,
নদীর বুকে রয়ে যাবে!