বৃষ্টির কবিতা (গীতি কবিতা)


জোৎস্না স্নাত ভেজা
চাঁদনী রাতে ।
ঝিরি ঝিরি বর্ষণে
একাকী আমি ।


বৃষ্টি ঝরেঅভিরাম
টুপুর টুপুর ।
পূর্বালী হাওয়ায়
মন হয় শীতল ।


দোল খায়
স্রোতে ভেসে যায়,
কেয়া - কদম - হাস্নাহেনা
অভিরাম বর্ষণ ।


বৃষ্টি পড়ে ....
তুতুলের নূপুর বাজে
সে সুরে
অনবরত ঝরছে .....
টুপুর টাপুর ।


কখন যে মন
আনমনে কবিতার বই
খোঁজে ।
বৃষ্টি অনবরত ....
বর্ষণে, বর্ষণে - শীতল ।


দক্ষিনা স্রোত .....
জল রাশি (পত) পত ।
থর থর ছুটে আসা
বৃষ্টি যেন - কবিতার
আসর ।


নিরব প্রকৃতির
ভেজা জোনাক গুলো
ছুটে চলে বাঁশবন ছেড়ে ।


কখন ও থেমে থেমে
বৃষ্টি রাশি ।
জল স্রোতে ভেসে যায়
কদম - কেয়া - হিজলের
ফুল ।


নয়নাভীরাম প্রকৃতির
মাঝে, বৃষ্টির ছোয়া ।
বক - ডাহুকের ডানা জাপটানো
একটি দুইটি ধ্বনি ।