অপেক্ষার শেষ বিকেলে ট্রেন
ছুটে আসবে,ফুল ফুটবে
পাখি গাইবে,রঙীন
বেলুন গুলো উড়বে
উল্লাসে।
তোমার স্নিগ্ধ ঠোটে চুমো খাবো
অনাবিল অদৃশ্যের মত
তোমাতেই মিশে রবো।
চুমো,আহ কোমল প্রশান্তির
পরশ তোমার ঠোটে।
উষ্ণ ঠোটে লেপটে দিবো
লাল লিপিষ্টিক।
আলপনা এঁকে দিব দুচোখে
মায়াবী ঘাতক তুমি
কি আছে তোমার রূপে ?
অপেক্ষার শেষ ট্রেনে,
আসলে তুমি।
ধরিয়ে তোমায়
তৃপ্তির সবটুকু আলিঙ্গন
অনন্ত অনুরাগে।