তোমার সৌন্দর্য দীপে তুমি দেদীপ্যমান।
তোমার সে' সৌন্দর্যের এমন দীপ্তি
অপ্সরাও মানে পরাভব..!
যা দেখেছি আমি সজ্ঞানে,
আর কেউ করতে পারেনি তা অনুভব।
তোমার সে' দৈহিক শিল্পের শৈল্পিক
পথ চলা দেখে-
পথিকেরা ঘুরে ঘুরে দেখেছে বার বার,
যতক্ষণ দেখা যায়
কিঞ্চিৎ অংশও আরও একবার..
অতঃপর ভেবেছে;
এটা নিশ্চয়ই ক্ষণিকের খোয়াব।
আমি চেয়েছি ভার,
সে দেহের শৈল্পিক বোঝা বোয়াবার।
একান্ত নিবিড়ে সন্নিবেশিত
ভালবাসার ছোট্ট আমার এ কুঁড়েঘর,
আদরের ছাউনিতে গড়া।
তুমি যদি থাকতে এখানে জীবন ভর,
আমি তবে স্বর্গই বানাতাম হেথায়
সুখোষ্ণ সমীরে ভরা;
তোমার আর ভালবাসার দ্বারা।
অথচ বুঝিনা,
তোমার সে' শৈল্পিক দেহ
তুমি কি নিয়ে যাবে গহীন কবরে..?
আমি স্পষ্টই জানি,
তোমার ভালবাসার সে ডাক
পৌঁছবেনা আমার কানে,
যখন শুনবো তখন হয়তবা
আমি থাকব ওপারে;
তোমার থেকে অনেক দূরে..
বিস্তর ব্যবধানে।।