আমি বাঙালি
সেকেলে বৈদিক বাঙালি।
আমি নই পরাধীন,
এ মন আমার স্বাধীন চেতা।
একগুঁয়ে মন মানেনা একদম
জীবন জীবনের রক্ষিতা।
মরণ কাঁদে হেথা ভয়াভয়ে
মৃত্যুর ফাঁদে অযথা জড়ায়ে।
আজীবনগাঁথা স্বপ্ন বুনন
গিলে খায় নিমেষেই অদৃশ্য করন।
মৃত্যুর দুয়ারে চেয়ে দেখি আহারে !
জীবনের বাধা সমস্ত জীবন।