প্রণয়ে-
হাতে রেখে হাত করে শপথ
ছাড়বনাকো আসুক যতই বন্ধুর পথ।
ঝোপ বুঝে কোপ মারে,
ছলনার অশ্রু ঢেলে
দোষ চাপায় বাপের ঘাড়ে।।


সংসারে-
দরজার এপার আর ওপার
ভিতরে ও বাইরে,
নারীর কি বিচিত্র আচার
বাহিরে সুন্দর ভিতরে তোলপার।।


পরকীয়ে-
প্রিয়জন অতি প্রিয়সম্পদ
স্বামী-সন্তান-মাতা-পিতার মহব্বত,
চাপা দিয়ে ধূলায়; জৈবিক ক্ষুধায়-
ক্ষণিকের সুখকে পরমার্থ ভেবে
ঘর ছাড়া হয় নারী ধরায়
যবে পরকীয়ায় জড়ায়।।


আহবান-
      ‍“এ হীণ দর্শন,
    দূর হোক আজীবন;
   পশুত্ব নয়, মনুষ্যত্বই
হোক মানবীর জীবন দর্শন”