তুমি ছুঁয়ে দিলে
আমি থরথর হয়ে উঠি,
ক্রমে মন্থর, অতোপর উন্মাদ।


তুমি ছুঁয়ে দিলে
এই পৃথিবী হয়ে উঠে বিস্ময়,
দূরীভূত হয়ে শেকল সংশয়।


তুমি ছুঁয়ে দিলে
চোখের জোনাক আসি
স্বপ্নডানা মেলে হয় ক্রন্দসী।


তুমি ছুঁয়ে দিলে
কলঙ্কিত ও দূষণময়
এই পৃথিবী হয়ে যায় তীর্থভূমি।


তুমি ছুঁয়ে দিলে এই ব্যর্থ আমি
হয়ে উঠি ইতিহাসময় প্রবাদ পুরুষ,
আর তুমি নন্দিত নগরীর রসদ কোষ।


তুমি ছুঁয়ে দিলে
আমি হয়ে যাই তামাম পৃথিবী,
আর তুমি তার সবটুকু জলাভূমি।


নদ্দা সরকার বাড়ী, ঢাকা
১৫.১১.২০