বন্ধু-স্বজন,
দেশে এসে ভালবেসে, নেয়া যায়, সুখ ভরা শ্বাসটা
ষোলকলা মিলে যায়, যদি মোর মন পায়
বেশ কিছু জম্পেশ আড্ডা।


স্থান যদি হয়ে যায়,
বৃষ্টিতে ডুবে থাকা, ঢাকা নগরীর, কোন এক রাস্তা
সারাবেলা ট্রাফিকে, গম গমে থেমে থাকা বাসটা
বিলে ঝিলে ভেসে থাকা হাই রাইজ বাড্ডা
ব্যস্ততা ভরে থাকা মতিঝিলের ভীড়টা
চাই, বেশ কিছু জম্পেশ আড্ডা!


এমন ও ত হতে পারে,
বঙ্গোপসাগরের সেই বালিময় সৈকতটা
কর্নফুলির জলে, ভেসে চলা, নৌকার মায়াময় পালটা
রাঙামাটির ঢলে, এলোমেলো পাহাড়ের স্মৃতিময় চূড়টা
সুন্দরবনের কোলে, শিহরিত হরিণের মধুময় শিঙটা
চাই, বেশ কিছু জম্পেশ আড্ডা!


কেন নয় এমনকি,
সিলেটের রিক্সায় বসে থাকা চৌহাট্টা
জাফলং, তামাবিল, জাগ্রত সুরমার ঢেউটা
হেঁটে হেঁটে চলে যাওয়া বন্দর বাজারটা
কুণ্ডের এলোমেলো ঝরে পড়া জল ভরা প্রপাতটা
চাই, বেশ কিছু জম্পেশ আড্ডা!।


সারাদিন এলোমেলো কথামালা, হাতাহাতি,
খেলাধুলা, খাওয়া দাওয়া ধরে থাকা হাতটা
এমনো ত হতে পারে কেউ যদি গেয়ে উঠে
মান্নার সুরতোলা গানটা
বন্ধু-স্বজন, চাই কিছু জম্পেশ আড্ডা।।


গল্পের ফাকে ফাকে কেউ যদি ছবি আকে
ঘুরে ফিরে চলে চায়,
সোনাঝরা অতীতের মায়াময় বাকে বাকে
কেউ যদি দিতে চায়,
আগামীর সংকেত উড়ন্ত কোকিলের সুরে সুরে
আনন্দ-আনন্দ চাই, জীবনের বাঁকে বাঁকে
প্রাণ ভরে গল্পের মজা চাই ঝাঁকে ঝাঁকে
চাই কিছু জম্পেশ আড্ডা, জীবনের ফাঁকে ফাঁকে।।