বর্তমানে ভাবছি আমি ভাই, ভবিষ্যতে যে কি করি
অসহিষ্ণু বন্ধুরা মোর গান শুনে হয়েছে বৈরাগী
আমি যত তুলি ভাটিয়ালী সুর, ওরা সুর তুলে ভৈরবী
আমি যত বলি থাম তোরা বাছা, ওরা টেনে আনে নর্তকী
আমি যত বলি অসুন্দরের পূজারী হোসনে তোরা ভাই, ওরা তত খায় গঞ্জকী
তাই খোলা মন নিয়ে ভাবছি আমি, না হয় দিলাম কিছুটা ভর্তুকী।


বন্ধুরা,
উদীয়মান, উদিত, অস্তগামী যাই বলো মোরে
স্বপন দেখেছি আজ ভোরে, উড়ছি আকাশে, মন আছে বেশ ফুর ফুরে
কেউ বলে, ‘সে যে লিখছে ভালো রে  
কেউ বলে বেটা ভোগে জন্ডিসে
কেউ বলে ঐ হতভাগা, হয়ে গেছে, রেডিক্যাল এক খাস কিড়ে
কেউ বলে গোটা নাস্তিক বেটা, আর কেউ চেপে ধরে আস্তিনে।  


সেদিন বিকেলে কিঞ্চিৎ এক জনারণ্যে
বক্তৃতা দিতে দাঁড়িয়েছিলাম, শহরের লোকারণ্যে
ভোলা ডিম মোর টাকের উপর গড়াগড়ি খেয়ে ধন্যে
ওরা বলে বেটা ডাক্তার ছিলি, বেশ ছিলি ভেসে শূন্যে
সম্মান ছিলো আকাশে ঝুলানো, সব বেটা ছিল হন্যে
আজ তোর গলে আঁকিয়া দিলাম অসম্মানের মাল্যে।


ভোলা ডিম খেয়ে হাত নেড়ে আমি গান গেয়ে উঠি সুর তুলে  
ওরা যত বলে, থাম তুই বেটা জাত হেঁড়ে, আমি তত জোরে গাই প্রাণ খুলে  
ওরা ভাবে হতাভাগা আমি, মোটেও বুদ্ধি, নাই মোর সব কেশ জুড়ে  
পরের কথায় পথে হেটে চলি, অসম্মানের হেঁট পরে
আমি বলি, ওরে হতভাগা তোরা আজো আছিস ঘোর ভবঘুরে
আমার মাথায় স্রষ্টা জাগায় মানবতা বোধের তানপুরে।


সারাদিনমান আমি যে বাজাই, বিটোভেনের "সিম্ফনি"
ওয়েগনারের "সাদা পোশাকের ঢেউ তুলে কনে যে জাগায় কম্পুনী"  
জর্জ হেন্ডেলের "হেলেলুজাহ" আর মোজার্টের পাঞ্জেরী
"সংগীত বাজিয়োনা আজ রাতের আধারে, দিয়ে মন ভরে অঞ্জলি"
শেষের কবিতায় আমি যে বাজাই ধ্রুপদ ঘরানা, নজরুলের ঐ বিদ্রোহী  
শ্যমা সঙ্গীত আর বাউলের সেই মনমাতানো মঞ্জরী।।  


আমি যত বলি বৈশ্বিক বাণী, ঐক্য, মৈত্রী সাম্যেরে আনি  
তোরা সব তত বিবাদে জড়াস, পলিটিক্সের দল টানি
আমি যত বলি, গালাগালি ছেড়ে চল সবে মিলে করি গলাগলি
তোরা সব তত, তাতিয়া মাতিয়া ভাইয়ে ভাইয়ে কর হানাহানি
বন্ধুগণ, আজ হয়ে গেছে সবে জানাজানি
আর করতে হবেনা কানাকানি।


তোরা সব যত অবুঝের দল, যতই বলিস মন্দ আমায়
আমার ইচ্ছা,
তাই বলে আমি ক্ষান্ত দেবোনা, খোদা যাই করেন এ বান্দায়
খুলে দেবো আমি অসুন্দর সমাজের এই রঙীন খোলস
যতই সেটা আমাকে কাঁদায়
ভেঙে দেবো সমাজের সব মন্দ কলুষ, করে নেবো আমি সব আদায়
বেদনায় শুধু মনোমাঝে মাঝে সাঁঝে দুখ রং মাখায়।।


(জাতীয় কবি নজরুল ইসলামের আমার কৈফিয়ত কবিতার ভাব অবলম্বনে)