প্রকৃত বন্ধু কে সেটা আমি জানিনা
অনেক কিছুই আজ আর আমি মানিনা
চলার পথে যেতে যেতে কেউ হয় সহযাত্রী
বিদ্যালয়ে এক সাথে অধ্যয়ন করে কেউ হয় সহপাঠী
কার্য্যালয়ে এক সাথে কাজ করে কেউ হয় সহকর্মী
অপরের কষ্ট অনুভব করে কেউ হয় সহমর্মী
ধর্মমতে বিয়ে করে কেউ হয় সহধর্মী
এরা কেউ বন্ধু নয় শুধু সময়ের দোসর
ভুল করে বন্ধু ভেবে ভুল করা আমাদের পোশর
অন্তরে বিশ্বাসের সম্পর্ক আনে বন্ধুত্বের আবেশ
এখানে স্বার্থ-দ্বন্দ-বিবাদ কখনই করেনা প্রবেশ
সেই ভেবে মনে করি প্রকৃত বন্ধু মিলানো
বড়ই কঠিন বন্ধু, কোথায় তুমি খুঁজছ বন্ধুত্বের রেশ
বিশ্বাস ধূলায় লুণ্ঠিত হয়ে ধরেছে মরণের বেশ
আছে কি কোথাও সেই বন্ধুত্বের পরিবেশ?