বিদ্যা শিক্ষা অপয়া,
শিক্ষিতরা বিজ্ঞান বোঝে, দর্শন খোঁজে,
যুক্তি-তর্ক দিয়ে বাসে চেতনার সাঁঝে
বাসতে চায় রাজনীতি-ক্ষমতার মাঝে।


শিক্ষিতরা অসংগতি নিয়ে ভাবে,
মতামত দেয় উত্তাপে, সমাজ বিচলিত হয় স্বভাবে,
উত্তপ্ত হয় অভাবে, দুর্নীতির প্রভাবে
ক্ষমতার রবাবে।


বিদ্যা নেই, শিক্ষা নেই,
শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে জাতি আজ পরেছে অন্ধত্বের তাজ
সৃষ্টি হয়েছে বিদ্যা শিক্ষা যুক্তিহীন অনুগামী নূতন সমাজ
নেই দ্বিমত, ত্রীমত, চতুর্মত; নেই বিতর্ক, দর্শন-বিজ্ঞানের স্বরাজ।


চারিদিকে অন্ধ অনুগামীরা করছে বিরাজ,
সন্ত্রাসীরা অস্ত্রহাতে আজ হয়েছে রাজাধিরাজ
শিক্ষিতরা আজ নিয়েছে আত্নসমর্পনের ভাঁজ
জেল জুলুমের ভয়ে কথা বলা বন্ধ, বন্ধু কোথায় মুক্তির দরাজ।


সাংবাদিকরা আনভিরের অর্থ-বিত্ত-ক্ষমতার ঘুঁটে বরাজ
মসনদে আজ ধূর্ত শৃগালেরা করছে নাজ,
পালিয়ে বেড়াচ্ছে ভূমিপুত্র, বাংলার নবাব সিরাজ,
বন্ধ শিক্ষা প্রতিষ্ঠানের ভারে ভঙ্গুর রাষ্ট্রীয় জাহাজ।


মেরুদণ্ড নিয়ে আর কবে দাঁড়াবে সমাজ
অপেক্ষায় দাঁড়িয়ে ভাবি, কখন আসবে মিরাজ
হবু চন্দ্রের রাজ্যে, চিরতরে বন্ধ হোক বিদ্যা-শিক্ষার সাজ
বলেছেন ঐ রাজ্যের মহা কবিরাজ, নাম যার অভিরাজ।।