এ ত নয় কবিতার ভেলা
কিংবা রমজানে ইফতারের মেলা
নয়ত কোন ভাষ্কর্য্য বা মূরতির ঢেলা
রাজনীতি নয়, সংগীত নয় যে বাজাবে
বিথোভেন কিংবা মোসার্টের দোলা
এখানে অন্ধকার পৃথিবী, অভুক্ত খাদ্যনালী,
বুভুক্ষু দানবের চেলা
সহজ নয় বেরিয়ে যাবে কথার ফাকে;
এ ত জনগনের পেটে লাথি দিয়ে ছবি আকা,
কোথায় সেই মূরতী কিংবা মনত্রী কিংবা নেতরী
অর্থ-বিত্ত বাজেটের নোলা
আনো তারে দিয়ে দিই বৃহত রাশি রাশি ঝোলা
অবশেষে একদিন শেষ হবে
সকল অর্থ-বিত্ত আর রাজনীতির খেলা!!