হায়রে! মনোজগতে লেগেছে আকাল,
অপরের দুয়ারে গনতন্ত্র খোঁজে শুধুই মাকাল;
নিজ অন্তরে খোঁজ সাম্যের সকাল
গনতন্ত্র দাঁড়াবে পাশে পরমানন্দে, আগামীকাল;
অন্যের দুয়ারে খোঁজ না নিমন্ত্রণের ত্রিকাল
চিন্তা হারাবে দিগন্তে, আসবে সূর্য্য সকাল!!


Forget the thought


Alas! Running famine of the mind,
Whoever seek Democracy at different doors, are blind;
Search for equality in your own kind,
Democracy will standby in ecstasy, don't have to find;
Do not look for invitation in the heart of the grind
Thoughts will be lost on the horizon, resigned
The sun will come in the morning behind!!