ছন্দ বদ্ধ নান্দনিকতায় কথা বলে বলে
অনুভূতি প্রকাশিত হওয়া
চয়িত শব্দে, আন্দোলিত হৃদয়ের পলে
সুরে অসুরে গীতবিতানের গান গাওয়া ;
জীবন নদীতে তরংগ জাগায়ে
সাগর তীরে জীবন ভিড়ায়ে
নৃত্যগীতে রক্ত দোলায়ে
সুখের সাগরে নাওয়া।।


এই ত আমার কবিতার ভাষা
নিত্য নূতন ছোঁয়া
মনো প্রকল্পের প্রকোষ্ঠে গাঁথা
আবেগ, অনুভূতি, সংকল্প ঢাকা  
ভাব, উপলব্ধি, বিশ্বাসে মাখা
কলম কালির তুলিতে আঁকা
ফল্গুধারায় প্রকাশিত করে দেয়া।।