বন্ধুত্ব্ব একটি অনুভূতির নাম
যেখানে থাকেনা স্বার্থ- দ্বন্দ-বিবাদ;
মন খুলে কথা বলা, প্রাণ খুলে হাসা;
নেই কোন ক্লেদ-বক্রতা, দান-প্রতিদান
আদি অকৃত্তিম আনন্দ, বিতর্ক
আড্ডা আর অন্তরের ভাষায় প্রকাশ;
মেঘলা আকাশ থেকে
এক পশলা বৃষ্টি ঝরে পড়া অবিরাম;
সূর্য্যের আলোয় আলোকিত হয়ে নেয়ে উঠা
সুখি প্রাণ;
নষ্টালজিয়ার উত্তাল সাগরে হাবুডুবু খেয়ে
আবার জেগে উঠা ক্ষুদিরাম!!