অতিরিক্ত ধারনা, অতি-সংশয়, অতি-সন্দেহ
জন্ম দেয় অবিশ্বাস, ভুল বুঝাবুঝি, বিতর্ক
অস্পষ্টতা, উৎকণ্ঠা, আশংকা;
বন্ধু হয়ে যায় শত্রু
সেই থেকে মানসিক অসুস্থতার মর্গ
দ্বন্দ, বিভেধ, যুদ্ধ, বিগ্রহ;
সমাজ থেকে হারিয়ে যায় বিশ্বাস
হারিয়ে যায় স্বর্গ
নিকটে চলে আসে নরকের প্রজ্জ্বলিত অংগার
আমরা নিপতিত হই নীচ থেকে আরো নীচে
খুলে যায় নরকের বর্গ।।