জনপ্রিয়তার শীর্ষে আমি, জগতে বন্ধুহীন,
ঘৃণার স্পর্শে আমি সার্বজনীন;  
জনপ্রিয়তার শীর্ষে আমি, সংসারে চরিত্রহীন,
বিধাতা অবগত, আমি বিবেকহীন;
জনপ্রিয়তার শীর্ষে আমি, ধরণিতে ভালবাসাহীন,
মমতার অভাবে আমি পরিবারহীন;
জনপ্রিয়তার শীর্ষে আমি, বিশ্বে সততাবিহীন,
বিত্তের প্রভাবে আমি, ধুর্ত কুলীন;  
জনপ্রিয়তার শীর্ষে আমি, নীতিতে মলিন,
বিচারের অভ্যন্তরে আমি নৈতিকতাবিহীণ।


অতীব জনপ্রিয় আমি, সমাজে অবাঞ্ছিত,
অশ্লীলতার উৎকর্ষে, সংসর্গে অনাকাঙ্ক্ষিত;
অতীব জনপ্রিয় আমি, স্বনামে বিখ্যাত,
কুখ্যাতিতে বলিয়ান আমি, ইতিহাসে কলঙ্কিত;
অতীব জনপ্রিয় আমি, সদাই আমন্ত্রিত,
অন্তর্যামী অবগত আমি, নিত্য অনভিপ্রেত।


মূল্যবোধ হারিয়ে আমি, জনপ্রিয়তায় অধিষ্ঠিত,
অন্তরে অন্তরে গনধিকৃত আমি, সুনামে কুণ্ঠিত;
তবুও জনপ্রিয়তার শীর্ষে আমি, বাগ্মিতায় ঝংকৃত;
সমাজের শীর্ষে আমি, পদ বিন্যাসে অলংকৃত;
অদ্ভুত এক স্ববিরোধীতায় আমার জীবন, সহসা চমৎকৃত,
বিশ্ব চরাচরে, বিধাতা দিয়েছেন মান, আমি সর্বাধিক পরিচিত।।


Popularity paradox


At the top of popularity, I am friendless in society,
I am universal in the touch of hatred sagacity;
At the top of popularity, I am dissolute in community,
God is aware, I am unscrupulous in perceptivity;
At the top of popularity, I am unloved in party,
For lack of compassion, I am homeless in nativity;
At the top of popularity, I am dishonest in piety,
I am cunning aristocrat, by the influence of being wealthy;
At the top of popularity, In principle, I am nasty,
Inside the trial of justice, I am affluent in immorality.


I am very popular, unwanted in society,
Unwelcome in association, exalted in obscenity;
I am very popular, famous as celebrity,
Infamous in history; Am powerful in notoriety;
I am very popular, always in polity,
Intimately aware, I am unwelcome as invitee.


Lost in values, I am at the top of my popularity,
Revered in my heart, A reluctant reputee;
Yet at the top of popularity, I am eloquent in rhetoricity;
At the top of society, I am adorned in terms of  dignity;
My life in a strange paradox, wonderful in certainty;
Around the world, God has given me esteem, I am the top celebrity.