"ঈদ" মোবারকে বানান ভুল
হ্রস্ব "ই" এর ইঁদুর ভায়া করছে জাতির মানুষ গুম
দীর্ঘ "ঈ" এর ঈগল পাখি কেড়ে নিল ঈদের ধূম
হ্রস্ব "ই" আর দীর্ঘ "ঈ" এর যুদ্ধ এখন চক্ষুশূল
নূতন করে নিতে হবে শুভেচ্ছার এই গোলাপ ফুল
হ্রস্ব "ই" আর দীর্ঘ "ঈ" এর বানান নিয়ে
দেবো এবার দীর্ঘ ঘুম
এবার ঈদে তোমাদের জন্য থাকলো মোদের
দীর্ঘ "ঈ" এর স্বর্গ চুম!!


কোনটা সঠিক বলা দায়
সকল ভাষায় অনেক কিছুই দেখা যায়
চেয়ার, টেবিল, খোদা কিংবা হাফেজ
এমন অনেক কিছুই শোভা পায়
একাডেমি কিংবা ফেব্রুয়ারী মাসের ২১ তারীখ
এমন অনেক কিছুই বলা যায়
কোনটা সঠিক বলা দায়!


আমরা সবাই জ্ঞানের ঊষা
ভীষন জানি বাংলা ভাষা
হ্রস্ব "ই" আর দীর্ঘ "ঈ" এর জন্ম গাথা
লিখছি দীর্ঘ মর্ম কথা
ব্যাকরনে পন্ডিত আমি মহা রাজা
ফেইসবুকে যাই লিখি, নাই ত সাজা
ভাবছি আমি সবজান্তা নাগর
জ্ঞানের পাশে নূড়ির সাগর
জানা অজানা সবই জানা
নাইত মোদের মনের মানা!!