কেমন আছি সেই কথাটি বলব কি না
ভাবছি বসে নিরালায়
ভালো-মন্দ, সুখ-দু:খ, ঝগড়া-বিবাদ
সব মিলিয়ে কাটছে জীবন নির্ভাবনায়
হাসি, কান্না, ব্যাথা-বেদনা
এসব কিছু থাকবে ভবে, জীবন নামের দূর্ভাবনায়
বলা কঠিন আছি কেমন, বিশ্ব নদীর এই সীমানায়
সুখ যদি হয় এরই নাম
বলতে হবে ভালই আছি এই ঠিকানায়।


তুই বলেছিস, নূতন করে দুনিয়াটাকে দেখছিস
দেখে কি কি ভাবছিস
দেখতে গেলে চোখ লাগে, চোখের সাথে মন
মন দিয়ে যদি দেখতে হয়, জ্ঞান যে লাগে, সেই কথা কি মানছিস?
দেখার কি খুব বাকী আছে, জীবন ছবি আকছিস?