তুই কেন আমার সামনে আসলি?
কেন আমায় ডেকে তোর পাশে নিলি?
কেন তোর কষ্টটা আমায় বললি?
কেন এইরকম করলি?


কেন তুই আময় আপন করে নিলি?
কেন তুই আমার সাথে প্রথারণা করলি?
কেন তুই এই রকম করলি?


কেন তুই আমার সামনে,
         আরেকটি মানুষকে ভালোবসলি?
কেন তুই আমার সামনে
         তার হাত দরে চলে গেলি?
কেন তুই আমায় এত কষ্ট দিলি?


জানি আমি খারাপ,
          তবে ততটা নই, যতটা তুই জানিস!
জানি আমি পাগল,
           তবে ততটা নই, যতটা তুই বুঝিস!


আমি খারাপ হয়েছিলাম কার জন্যে?
আমি পাগল হয়েছিলাম কার জন্যে?
তুই বল! বল! বল আমায়!


আমি বেসেছি ভালো তোকে,
আমি কষ্ট পাচ্ছি তোর জন্যে,
কেন তুই আমায় কষ্ট দিলি??


তবু ও বলি,আমি তোকে ভালোবাসি!
তাই আমি দেব না দেখা তোকে,
তাই আমি নিরবে ভালোবাসব তোকে,
তোর ভালো লাগাই, আমার ভালো থাকা,
এটাই আমার চাওয়া পাওয়া।


তবুও এই খারাপ ছেলেটা,
বাসবে ভালো তোকে,
তবুও এই পাগল ছেলেটা,
বাসবে ভালো তোকে।


কোনদিন আমায় প্রয়োজন হলে বলিস,
তোর জন্য আমার দরজা খোলা থাকবে!


আমি শুধু ভালোবাসি তোকে।