এই কাঠফাটা রোদে
একটু স্বস্তির খোঁজে,
দুই দৃষ্টিতে কথা হলো
তবু দাঁড়ান হলো না।


কেনোই বা দাঁড়াতে হবে!
আকাশের ভাসমান মেঘও;
স্থির হয়ে দাঁড়ায় না।
তাদেরও কাজের তাড়া থাকে।


তাদেরও শুষ্ক  জমিতে
বারিধারা ঝরাতে হয়। সবুজ শ্যামলে
ভরে ওঠে মাঠ-ঘাট।


চাঁদও পথিকের সাথে থাকে
তবুও পথিককে ধরা দেয়না।
তাকে একাকীও ছেড়ে দেয়না
দূর থেকে আলো দিয়ে পথ দেখায়।


জলে পড়া চাঁদের আলো কে নিয়ে,
মাছ রাতে খেলা করে।
সূর্য যেন বাধা হয়ে দাঁড়ায়,
চাঁদও শূন্য আকাশে লুকায়।
মাছরাঙার ভয়ে মাছকে ফেরারি হতে হয়।


মেঘ,মাটির সম্পর্ক
বৃষ্টির সুতোয় গাঁথা...
বাষ্প হয়ে উড়ে যায়।
আবার বৃষ্টি হয়ে মাটি ভিজায়।


এই বাষ্প ও বৃষ্টির মাঝে আমি রয়েছি একা।