এক পড়ন্ত বিকেলে
চোখে চোখে দেখা হলে,
হয়তো খুব অবাক হবে না তুমি।
শত বারণ, শত বাধা,
তবু তোমার পিছু নিলে,
হয়তো খুব অবাক হবে না তুমি।
রাত জেগে লেখা চিঠি;
হৃদয়ে জমে ভয়, তবু প্রেমের জয়।
শত চেষ্টার ফল, তুমি হাতে পেলে-
হয়তো খুব বেশি হাসবে না তুমি।
ভালোবাসা সুন্দর, কিন্তু বিরল!
না জানিয়া, প্রেম ঝরায় চোখের জল।
মধুর কথা তোমায় জানালে,
হয়তো খুব বেশি মুচকি হাসবে না তুমি।
হয়তো আমার হাতে হাতটাও রাখবেনা তুমি।
যদিও আমাদের কখনো হুড তোলা রিকশায়
হাতে হাত রেখে জানা হয়নি কারও হৃদস্পন্দন।
তবুও লালবাসের দোতলার সামনের দুটো সীটের
গল্পগুলোর পুণরাবৃত্তি ঘটে গেলে,
হয়তো খুব বেশি আদরের চাহনি দেখাবে না তুমি।
সেই জোসনার রাতে
আবার একসাথে বুকে মিলে,
আমায় একা করে দিলে,
হয়তো সামান্য কিংবা অতিব কষ্ট পাবো আমি।
এরপর কখনো তোমার খোঁজ নিবো না বলে,
স্বস্তির শ্বাস ফেলে,
আমায় নিশ্চয়ই ভুলে গেছো তুমি।
পৃথিবীটাতো গোলাকার নয়, কখনো কোথাও দেখা হয়ে গেলে,
আনমনে নির্মম আফসোস এলে,
দ্বিতীয়বার আমাকে ভুলতে চেয়েও মনে করবে তুমি।
হয়তো এভাবেই অনুভূতি মুছে অনুভূতি আসে,
কেউ অনুমতি দেয় কেউ দেয় না!