অতীত যেখানে জ্বলন্ত,
বর্তমান সেখানে নিশ্চয়ই পুড়ে ছারখার।
ভবিষ্যত?
স্তব্ধ বটেই, যেন শীতল কোনো পাহাড়!
আসলেই কী সে জয়ী?
যার ঝুলিতে নেই কোনো হার।
পাহাড়ের গা বেয়ে অহস্র জল গেছে ভেসে,
এখনো ভেসে যায়;
আসলে যে হাসছে,
সে কি কখনোই কাঁদে নাই?
চোখের জলে বুকে মেঘ বানিয়ে,
সে কি হাসির মুখোশ কখনোই পরে নাই?
কত ঝড়, কত আঘাত, সয়েছে পাহাড়!
কত কথার ভিড়ে থেকেছে বোবা!
আচ্ছা, পাহাড় কী ভেঙে হয়েছে চুরমার?
বাঁচতে শেখা পাপ নয়,
বাঁচতে না চাওয়া মহাপাপ!
আর মরে যাওয়া সার্থকতা।