ঝিম ধরা দুই চোখে
ঘুম নেই দুই ফোঁটা।
স্তব্ধতার শব্দ চিৎকারে দেয়
আনন্দের আঘাত!

লকারবন্দি থাকবো।
ভালো যেন থাকে ফুল।
নতুন কোনো রঙে রাঙাবো নিজের কূল।
কিন্তু,
অনেক দিন পর, খোঁজ নেব।
দেখতে খোলা চুল!

পাবনা, ১৩/০৯/২০২১ ইং।