আজব আমি!
দুই বছর চোখে চোখ রাখিনি।
তারপর আবার এতো আবদার!
রাতে তখন জানালা খুলে বসে ছিলাম
আকাশে স্পষ্ট লেখা ছিল
আমার গোপনে রাখা ভালোবাসা মিথ্যাচার।
বুঝলাম আকাশও অবাক,
যদিও সে লোকবুলে বিশাল, উদার।
কিন্তু সত্যিই ভালোবাসা আছে
অনেক গহীনে, বাকহীন হয়ে
হয়তো অপেক্ষায় একবার জানার।
জানতেই হবে কেন?
ভালোবাসলেই তো হয়।
কিন্তু আমার চোখে ঘুম থাকেনা
সবসময় দ্বিধায় ভুগে মরে যায় মন।
পেতেই হবে?
না পেলেও তো হয়।
সে ব্যবস্থাও করা সম্ভব
তবে স্বপ্নেই শুধু থাকবে সে
আমার মতো আমি সাজিয়ে নেব।
বৈশাখ থেকে শুরু করে
বর্ষায় গিয়ে থেমে যাবে,
যখন খুব মনে আসবে, যখন ভালো থাকব না,
চুপ করে ভেবে যাব সেই হাসি।
এরপর আবার কোনো এক বৈশাখের শুরুর দিন
সে বলবে ভালোবাসি!
তখন আমি বাস্তবতায় দায়বদ্ধ,
তবু স্বপ্ন দেখব, ভালোবাসব, ধরতে পারব না শুধু।
এর আগে যদি কখনো সকালে
স্বপ্ন ভেঙ্গে যায়, সে এসে দাঁড়ায়-
বলে, ভালোবাসি, সরাসরি, সত্যি সত্যি!
আমি আকাশের মতো উদার হব,
সুস্থতার ঔষধ সেবনের পর
তার হাতে হাত রেখে, হাঁটব-
কতদূর?
ভালোবাসার কী শেষ আছে!