কিছু স্মৃতি বার বার ফিরে আসে
চোখের জলকে স্মৃতিগুলো খুব করে ভালোবাসে।
রাতের আকাশে থাকে শুকতারা।
আমি একটি প্রশ্ন করলেম---
আকাশে তুমি নামের কেউ কি ভাসে?
কিছু স্মৃতি নদীর জলে ডুবে যায়
সাগর মাঝে নদী আবার হিসেব হারায়।
সাগরের একটি জলের কণা,
বললুম অনেক বার---
তোমায় কি সে খুঁজে পায়?
আমি একটি মানুষ হলে
আমার মনও কথা বলে।
মনের ভাষা শুনতে পাই!
প্রশ্ন আমার---
কেন তুমি আমার মনে জায়গা নিলে?
আমার প্রশ্নগুলো ভাসে বাতাসে
নিশ্চয়ই শুনবে তুমি শেষে।
যখন শুনবে,
উত্তর দেওয়ার সময় না পেলেও
তখন বুঝবে---
কাউকে কান্নায় রেখে,
জীবন পার হয় না হেসে!