সত্য বলছি, যদিও মিথ্যা বলতে জানি।
সবটুকু বলছি, যদিও গোপন করতে জানি।
আমার কাছে তুমি অনেক কিছু,
অন্য সবকিছুর থেকে অনেক বেশি কিছু।

ধরো,
দূরের ঐ কালো আকাশের আলোকিত চাঁদ,
চাঁদের চারপাশে ক্ষুদ্র তারাদের মেলা;
অনেকের চোখে সবচেয়ে সুন্দর দৃশ্য।

কিন্তু,
আমার চোখে, তোমার কাজল রূপের ফাঁদ,
ছাদের এক কোণে বসে তোমার চুল খোলা;
এতটাই ভালোলাগে যেন অবিশ্বাস্য!

তারপর,
অনেকের কাছে ব্যস্ত এ জীবনে একটু অবসরে
একটু ঘুম কিংবা নির্জনতা অনেক বেশি প্রিয়;
সবাই খোঁজে এমনই সুযোগ।

তবে আমি,
ব্যস্ততার মাঝে একটু সুযোগ করে
একবার যদি দেখতে পারি তোমার মুখ অবধেয়;
তুমি ছাড়া সব হয় তৎক্ষণাৎ বিয়োগ।

আরও,
তোমার দেখানো রাগ,
মুচকি হাসির তীব্র সোহাগ,
বলুক, না বলুক কিছু
ছাড়ছি না তোমার পিছু!

সত্য কথা।
আমার কাছে তুমি আমার মতোই কিছু।