বন্ধু তোমার মনে
আমার জায়গা নাই,
ভালোবেসে মন হারিয়ে
আমি বন্ধু ঠকতে চাই।

তুমি বন্ধু লাভে থাকো
লোকসান আমি গোনতে চাই,
মন খুঁজে বেড়ায় বন্ধু
আমার মনটা দিতে চাই।

আশা দিয়ে নিরাশ করো
বন্ধু তোমার বিশ্বাস নাই,
তবুও বুকের সাথে বুক জড়িয়ে
তোমার প্রেমে মরতে চাই।

বন্ধু তোমার মনে
আমার জায়গা নাই,
যদি বুকটা ছিঁড়ে দেখা যেত
ভালোবোসা কারে কয়?

তাং ২৯ আগস্ট ২০২৩