কার কোলে মাথা রেখে
কারে করেছ আপন,
কার বাসরে শয্যা পেতে
কার হৃদয়ে তুলেছ কাঁপন।

ছলনার ছলে মধুর কথনে
কার বুকে মেরেছ ছুরি,
মায়াবী মায়াজালে জড়িয়ে
কারে দিয়েছ প্রেমের সুড়সুড়ি।

চোখে চোখ রেখে শিয়রে বসে
কারে দিয়েছ মায়াবি ধোকা,
পাশাপাশি থেকে সব হাতিয়ে
কারে বানিয়েছ রাম বোকা।

দখিনা বাতাসে এলোচুলে
নষ্ট করেছ কার আশা,
মিষ্টি মিষ্টি কথার জালে
কেড়েছ কার বুকের ভাষা।