হঠাৎ কোটিপতি বনে যাওয়া অনেকেই অসাধু,
ক্ষমতায় যেতে এলাকায় বিলাচ্ছে কথার মধু!
ধরা মুশকিল তাদের ইবলিশীয় হাব-ভাব,
সবকিছু পাল্টিয়ে ধরেছে সাধুর স্বভাব।

পোস্টারে আর ব্যানারে ছেয়ে যাচ্ছে এলাকা,
এর আগে নাকি ওদের, যেতোনা তেমন দেখা।
শীতে লাল কম্বল আর দরিদ্রদের দিচ্ছে শতি নোট,
লক্ষ্য একটাই, সামনে আসিতেছে নাকি ভোট!

মাহফিল আর জনসভার সেলফি দিয়ে ফেসবুক,
জনগণকে জানাচ্ছে, তিনি ওমুক নেতার লোক!
তবে আমজনতা চতুর এখন, বুঝেন তারা সব,
এমন নেতা চেনেন তারা, বুঝেই থাকেন নীরব।

তালি দিয়ে যায় চাটুকার, ফিক করে হাসে,
স্বপ্ন দেখে নেতা খুব, তেলে তৈলে ভাসে।
সাত কোটি থেকে এখন হয়েছি সতের কোটি,
আর কতো এভাবেই খাবে হালুয়া রুটি?