থাকলে জ্ঞানের অভাব,
পাল্টানো যায় না স্বভাব,
সেই বুঝে না কিসে লাভ?

থাকলে পকেটে টাকা,
মানুষের স্বভাব যায় না ঢাকা,
সেই উল্টো ঘুরাতে চায় নিয়মের চাকা!

থাকলে অর্থ আর বাহুবল,
ক্ষমতার দাপটে করে টলমল,
কেড়ে নিতে চায় জনগণের সম্বল!

থাকলে দেহে অশুভ শক্তি,
গুরুজনকে করে না ভক্তি,
জোর করে শোনাতে চায় উদ্ভট উক্তি।

থাকলে অঢেল ধন রতন,
নিরীহ মানুষকে করে আরো শোষণ,
অযাচিত জঞ্জাল ওরা কেবলি এ সমাজে অশোভন।